‘হরি বলে’ মোদের গৌর এলো
‘হরি বলে’ মোদের গৌর এলো॥ধ্রু॥
এল রে গৌরাঙ্গচাঁদ প্রেমে এলোথেলো।
নিতাই-অদ্বৈত-সঙ্গে গোদ্রুমে পশিল॥১॥
সঙ্কীর্তন-রসে মেতে নাম বিলাইল।
নামের হাটে এসে প্রেমে জগৎ ভাসাইল॥২॥
গোদ্রুমবাসীর আজ দুঃখ দূরে গেল।
ভক্তবৃন্দ-সঙ্গে আসি’ হাট জাগাইল॥৩॥
নদীয়া ভ্রমিতে গোরা এল নামের হাটে।
গৌর এল হাটে, সঙ্গে নিতাই এল হাটে॥৪॥
নাচে মাতোয়ারা নিতাই গোদ্রুমের মাঠে।
জগৎ মাতায় নিতাই প্রেমের মালসাটে॥৫॥
অদ্বৈতাদি ভক্তবৃন্দ নাচে ঘাটে ঘাটে।
পলায় দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে॥৬॥
কি সুখে ভাসিল জীব গোরাচাঁদের নাটে।
দেখিয়া শুনিয়া,পাষণ্ডীর বুক ফাটে॥৭॥
কোন মন্তব্য নেই