About




এই ব্লগ-সাইটে হিন্দু ধর্মীয় নানা রকম শাস্ত্রগ্রন্থ-পূরান, ভাগবত, গীতা, মহাভারত, রামায়ন থেকে গল্প ও কাহীনি
নেওয়া হয়েছে। এখানে কোন মনগড়া তথ্য দেওয়া হয় না। মহান বৈষ্ণব ভক্তদের  বানি ও তাদের অনুভুতি
গুলো এখানে দেওয়া হয়েছে। বর্তমান মানুষ বেশিরভাগ
সময় মোবাইল, কম্পিউটার, ইন্টারনেটে কাটায় তাই
 যারা কাগজের বই পড়তে সময় পায় না তাদের জন্য এই ব্লগ-সাইট তৈরি করা হয়েছে।
যারা আমাদের সনাতন ধর্মটিকে ভালভাবে জানতে চায়
 এবং ধর্মীয় মতে জীবন যাপন করতে চায় তাদের এই
 ব্লগ-সাইটটি কিছুটা হলেও উপকারে আসবে। 
যদি কারও এই ব্লগ-সাইট থেকে কোন উপকার হয় তাহলে আমার এই 
ক্ষুদ্র প্রছেষ্টা সার্থক হবে বলে আমি মনে করব। হরে কৃষ্ণ।

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.