‘হরি’বল,‘হরি’বল,‘হরি’বল ভাই রে

 


হরিবল,‘হরিবল,‘হরিবল ভাই রে

হরিনাম আনিয়াছে গৌরাঙ্গ-নিতাই রে

(মোদের দুঃখ দেখে রে )

হরিনাম বিনা জীবের অন্য ধন নাই রে

হরিনামে শুদ্ধ লো জগাই-মাধাই রে

(বড় পাপী ছিল রে )

মিছে মায়াবদ্ধ য়ে জীবন কাটাই রে

(আমি আমার লে রে)

আশাবশে ঘুরে ঘুরে আর কোথা যাই রে

(আশার শেষ নাই রে )

হরি লে দেও ভাই আশার মুখে ছাই রে

(নিরাশ তো সুখ রে)

না চেয়েও নামের গুণে সব ফল পাই রে

(তুচ্ছ ফলে প্রয়াস ছেড়ে রে )

বিনোদ বলে যাই য়ে নামের বালাই রে

(নামের বালাই ছেড়ে রে)

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.