হয়ে বিষয়ে আবেশ, পেলে, মন, যাতনা অশেষ



 হয়ে বিষয়ে আবেশ, পেলে, মন, যাতনা অশেষ ।

ছাড়ি’ রাধাশ্যামে, ব্রজধামে, ভুগছো হেথা নানাক্লেশ॥১॥

মায়াদেবীর কারাগারে নিজের কর্ম-অনুসারে,

ভূতের বেগার খাটুতে খাটতে জীবন করছ শেষ;

করি’ ‘আমি-আমার’, দেহে আবার, কছ জড় রাগ-দ্বেষ॥২॥

তুমি শুদ্ধ চিদানন্দ, কৃষ্ণসেবা তো’র আনন্দ,

পঞ্চভূতের হাতে পড়ে’ হায়, আছ একটি মেষ;

এখন সাধুসঙ্গে, চিৎ-প্রসঙ্গে, তোমার উপায় অবশেষ॥৩॥

কনক-কামিনী-সঙ্গ, ছাড়ি’ ও ভাই মিছে রঙ্গ,

গ্রহণ কর বাউল চাঁদের শুদ্ধ উপদেশ;

ত্যজি’ লুকোচুরি, বাউলগিরি, শুদ্ধরসে কর প্রবেশ॥৪॥

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.