হরিনাম, তুয়া অনেক স্বরূপ

 


হরিনাম, তুয়া অনেক স্বরূপ

যশোদানন্দন,                              আনন্দবর্ধন,

নন্দতনয় রসকূপ

পূতনা-ঘাতন,                              তৃণাবর্তহন,

শকট-ভঞ্জন গোপাল

মুরলী-বদন,                                অঘ-বক-মর্দন,

গোবর্ধনধারী রাখাল

কেশী-মর্দন,                                ব্রহ্ম-বিমোহন,

সুরপতি-দর্প-বিনাশী

অরিষ্ট-পাতন,                              গোপী-বিমোহন,

যামুনপুলিন-বিলাসী

রাধিকা-রঞ্জন,                              রাস-রসায়ন,

রাধাকুণ্ড-কুঞ্জবিহারী

রাম, কৃষ্ণ, হরি,           মাধব, নরহরি,

মৎস্যাদিগণ-অবতারী

গোবিন্দ,বামন,             শ্রীমধুসূদন,

যাদবচন্দ্র,বনামালী

কালিয়-শাতন,                             গোকুলরঞ্জন,

রাধাভজন-সুখশালী

ইত্যাদিক নাম,                            স্বরূপে প্রকাম,

বাড়ুক মোর রতি রাগে

রূপ-স্বরূপ-পদ,           জানিনিজ সম্পদ

ভক্তিবিনোদ ধরিমাগে

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.