স্মরতু মনো মম নিরবধি রাধাম



 স্মরতু মনো মম নিরবধি রাধাম।ধ্রু।

মধুপতিরূপ-গুণশ্রবণোদিত-সহজ-মনোভব বাধা॥

সুরুচিরকবরী-বিরাজিত-কোমল-পরিমল-মল্লিসুমালাম্।

মদচলখঞ্জন-খেলনগঞ্জন-লোচনকমল বিশালাম্॥

মদকরিরাজ বিরাজদনুত্তম-চলিত-ললিত-গতিভঙ্গীম্।

অতিসুকুমার কনকনবচম্পক-গৌরমধুর মধুরাঙ্গীম্॥

মণিকেয়ুর-ললিত বলয়াবলী-মণ্ডিতমৃদুভুজবল্লীম্।

প্রতিপদমত রূপচমকৃতি-মোহন-যুবতীমতল্লীম্॥

মৃদুমৃদুহাস-ললিতমুখমণ্ডল কৃতশশিবিম্ব-বিড়ম্।

কিঙ্কিণিজাল-খচিতপৃথুসুন্দরনবরসরাশি-নিতম্বম্॥

চিত্রিতকঞ্চলিকা-স্থগিতোদ্ভটকুচহাটক ঘটশোভা।

ফুরদরুণাধর-স্বাদুসুধারস কৃতহরি-মানসলোভাম্॥

সুন্দরচিবুক বিরাজিতমােহন-মেচকবিন্দুবিলাসাম্।

সকনকরত্নখচিত-পৃথুমৌক্তিক রুচিরুচিরোজ্জ্বল নাসাম্॥

উজ্জ্বলরাগ-রসামৃতসাগর-সারতনুং সুখরূপাম্।

নিপতিতমাধব-মুগ্ধমনোমৃগনাভিসুধারস কূপাম্॥

নূপুরহারমনোহরকুণ্ডলকৃতরুচিমরুণ-দুকূলাম্।

পথি পথি মদনমদাকুল-গোকুলচন্দ্ৰ-কলিত পদমূলাম্॥

রসিকসরস্বতীগীতমহাদ্ভুত-রাধা রূপরহস্যম্।

বৃন্দাবন-রসলালস-মনসামিদমুপগেয়মবশ্যম্।।


কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.