(হরি) হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ



 (হরি) হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ।

যাদবায় মাধবায় কেশবায় নমঃ ॥

গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন।

গিরিধারী গোপীনাথ মদনমোহন॥

শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রীঅদ্বৈত সীতা।

হরি,গুরু,বৈষ্ণব,ভাগবত,গীতা॥

শ্রীরূপ,শ্রীসনাতন, ভট্ট-রঘুনাথ।

শ্রীজীব,গোপালভট্ট, দাস-রঘুনাথ॥

এই ছয় গোসাঞির করি চরণ বন্দন।

যাহা হৈতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ॥

এই ছয় গোসাঞি যাঁর, মুঞি তার দাস।

তা’ সবার পদরেণু-মোর পঞ্চগ্রাস॥

তাদের চরণ সেবি’ ভক্তসনে বাস।

জনমে জনমে হয় এই অভিলাষ ॥

এই ছয় গোসাঞি যবে ব্রজে কৈলা বাস।

রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলা প্রকাশ॥

আনন্দে বল হরি, ভজ বৃন্দাবন।

শ্রীগুরু-বৈষ্ণব-পদে মজাইয়া মন॥

শ্রীগুরু-বৈষ্ণব-পাদপদ্ম করি আশ।

নাম-সংকীর্তন কহে নরোত্তমদাস॥

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.