হরি হরি! আর কবে পালটিবে দশা
হরি হরি! আর কবে পালটিবে দশা।
এ সব করিয়া বামে, যাব
বৃন্দাবন-ধামে,
এই মনে করিয়াছি আশা॥
ধন, জন, পরিবারে, এ সব করিয়া দূরে,
একান্ত হইয়া কবে যাব।
সব দুঃখ পরিহরি’, বৃন্দাবনে
বাস করি’,
মাধুকরী মাগিয়া খাইব॥
যমুনার জল
যেন, র অমৃত সমান
হেন,
কবে পিব উদর পূরিয়া।
কবে রাধাকুণ্ডজলে, স্নান করি’ কুতুহলে,
শ্যামকুণ্ডে রহিব পড়িয়া॥
ভ্রমিব
দ্বাদশ বনে, রসকেলি যে
যে স্থানে,
প্রেমাবেশে গড়াগড়ি দিয়া।
শুধাইব জনে জনে, ব্রজবাসিগণস্থানে,
নিবেদিব চরণ ধরিয়া॥
ভজনের স্থান কবে, নয়নগোচর হবে,
আর যত আছে উপবন।
তার মধ্যে বৃন্দাবন, নরোত্তমদাসের মন,
আশা করে যুগলচরণ॥
কোন মন্তব্য নেই