সাধুসঙ্গ না হইল হায়
সাধুসঙ্গ না হইল হায় !
গেল দিন অকারণ, করি’
অর্থ উপার্জ্জন,
পরমার্থ রহিল কোথায়? ১॥
সুবর্ণ করিয়া ত্যাগ, তুচ্ছ
লোষ্ট্রে
অনুরাগ,
দুর্ভাগার এই ত’ লক্ষণ।
কৃষ্ণেতর সঙ্গ করি’, সাধুজনে পরিহরি’,
মদগর্বে কাটানু জীবন ॥২॥
ভক্তিমুদ্রা-দরশনে, হাস্য
করিতাম মনে,
বাতুলতা বলিয়া তাহায় ।
যে সভ্যতা শ্রেষ্ঠ গণি’, হারাইনু
চিন্তামণি,
শেষে তাহা রহিল কোথায়? ৩॥
জ্ঞানের গরিমা বলে, ভক্তিরূপ সুসম্বলে,
উপেক্ষিনু স্বার্থ পাশরিয়া।
দুষ্ট জড়াশ্রিত জ্ঞান, এবে হ’ল অন্তর্ধান,
কর্মভোগে আমাকে রাখিয়া ॥৪॥
এবে যদি সাধুজনে, কৃপা করি’ এ দুর্জনে,
দেন ভক্তি-সমুদ্রের বিন্দু।
তা’ হইলে অনায়াসে, মুক্ত
হ’য়ে ভবপাশে,
পার হই এ সংসার সিন্ধু ॥৫॥
কোন মন্তব্য নেই