সাধারণী সমঞ্জসা, স্থায়ী লভে ভাব দশা
সাধারণী
সমঞ্জসা, স্থায়ী লভে ভাব দশা,
কুজা আর মহিষী প্রমাণ ।
একা ব্রজদেবীগণে, মহাভাব
সংঘটনে,
রূঢ় অধিরূঢ় সুবিধান॥
নিমেষাসহ
তায়, হৃন্মন্থনে
ভিন্ন প্রায়,
কল্পক্ষণ সৌধ্যে শঙ্কাকূল।
আত্মাবধি বিস্মরণ, ক্ষণকল্প
বিবেচন,
যোগে বা বিয়োগে সমতুল॥
অধিরূঢ়
ভাবে পুনঃ, দ্বিপ্রকার
ভেদ শুন,
মোদন মাদন নামে খ্যাত।
বিশ্লেষ দশাতে পুনঃ, মোদন হয়
মোহন,
দিব্যোন্মাদ তাহে হয় জাত॥
দিব্যোন্মাদ দ্বিপ্রকার, চিত্ৰজল্পোদঘূর্ণ
আর,
চিত্রজল্প বহুবিধ তায়।
মোহনেতে শ্রীরাধার, মাদনাখ্য
দশা সার,
নিত্যলীলাময়ী
ভাব পায়॥
সাধারণী ধূমায়িতা, সমঞ্জাসা
সদা দীপ্তা,
রূঢ়ে তথোদ্দীপ্তা সমৰ্থায়।
সুদ্দীপ্তা শ্রীরাধাপ্রেম, যেন
উজ্জ্বলিত হেম,
মোদনাদি ভাবে সদা তায়॥২৪॥
কোন মন্তব্য নেই