সুন্দরলালা শচীদুলালা
সুন্দরলালা
শচীদুলালা,
নাচত শ্রীহরি-কীর্তন
মেঁ।
ভালে চন্দন
তিলক মনোহর,
অলকা শোভে
কপোলন মেঁ॥
সুন্দরলালা
শচীদুলালা,
নাচত
শ্রীহরিকীর্তন মেঁ।
শিরে চূড়া
দরশীবালে,
বনফুলমালা
হিয়াপর দোলে॥
পহিরন
পীত-পটাম্বর শোভে,
(নূপুর) রুণু
ঝনু চরণো মেঁ।
রাধা-কৃষ্ণ
এক তনু হ্যায়,
নিধুবন মাঝে
বর্নশী বাজায়॥
বিশ্বরূপ কি
প্রভুজী সহি।
আওত প্রকটহি
নদীয়ামে।
সুন্দরলালা
শচীদুলালা,
নাচত
শ্রীহরি-কীর্তন মেঁ॥
কোই গায়ত
হ্যায় রাধাকৃষ্ণ নাম,
কোই গায়ত হ্যায় হরিগুণ গান।
মঙ্গলতান- মৃদঙ্গ রসাল,
বাজত হ্যায় কোই
রঙ্গন মে।।
কোন মন্তব্য নেই