সুরম্যাদি গুণগণ, হইয়াছে বিভূষণ

 


সুরম্যাদি গুণগণ,                          হইয়াছে বিভূষণ,
ললনা-উচিত যতদূর।
পৃথুপ্রেমা
, সুমাধুর্য,                       সম্পদের সুপ্রাচুর্য,
শ্রীকৃষ্ণবল্লভা রসপূর॥

বল্লভা ত’ দ্বিপ্রকার,                      স্বীয়া পরকীয়া আর,
মুগ্ধা, মধ্যা, প্রগভেতি ত্ৰয়।
কেহ বা নায়িকা তাহে
,  কেহ সখী হইতে চাহে,
নিজে ত’ নায়িকা নাহি হয়॥

নায়িকাগণ-প্রধান,                        রাধা, চন্দ্রা, দুই জন,
সৌন্দর্য-বৈদগ্ধ্য-গুণাশ্রয়া।
সেই দুই মধ্যে শ্রেষ্ঠ
,                     রাধিকা কৃষ্ণের প্রেষ্ঠ,
মহাভাবস্বরূপ-নিলয়া॥

আর যত নিত্যপ্রিয়া,                      নিজ নিজ যুথ লঞা,
সে দু’য়ের করেন সেবন।
শ্রীরূপ-অনুগ জন
,                        শ্রীরাধিকা-শ্রীচরণ,
বিনা নাহি জানে অন্য ধন॥১৪॥

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.