সেদিন বিরহে প্রভু করিয়াছি খেদ
সেদিন বিরহে প্রভু করিয়াছি খেদ।
অসহ্য
হয়েছে যেই শ্রীগুরু-বিচ্ছেদ ॥১॥
আজিকার
শুভদিনে পূজিবার তরে।
এনেছি
অঞ্জলি এই পাদপদ্ম স্মরে ॥২॥
(মহা)
প্রভুর বিচার সব বৈরাগ্য প্রধান।
অথচ
করিতে হবে সবাকারে দান ॥৩॥
কনিষ্ঠের
অধিকার নহে সমাধান
মহাভাগবত
তুমি দিয়েছ সন্ধান ॥৪॥
অজ্ঞানে
মোহিত যারা কিসের বৈরাগী?
ফল্গু-বৈরাগী তারা বাহিরেতে ত্যাগী ॥৫॥
অপ্রাকৃত
অনুভবে হয় সে বৈরাগ্য।
অনুভব
বিনা সেই ‘Show Bottle’ আখ্য ॥৬॥
আর
এক
‘শো-বট্ল্’ প্রচারের তরে।
প্রভুর
সন্ন্যাস যেই মায়াবাদী হারে ॥৭॥
বর্ণাশ্রম-অতীত সেই চৈতন্যের বাণী।
ভাগবত-ধর্ম সেই কৈতবের হানি ॥৮॥
শুষ্ক
বৈরাগ্য ক’রে হবে না প্রচার।
যুক্ত
বৈরাগ্যই হয় সর্ব সারাৎসার ॥৯॥
“তোমার প্রদত্ত সন্ন্যাস” ভক্তিতে প্রচার।
পাষণ্ড ভোগীর দল বুঝিতে নাচার ॥১০॥
কোন মন্তব্য নেই