সে শুভদিনের আরাধনা করে জাগরে জগৎবাসী
সে শুভদিনের আরাধনা করে জাগরে জগৎবাসী।
চৈত্র
মধুর, স্বর্গ-মেদুর শুভ লগনের রাশি ॥
যেদিন
আমার হৃদয়ের রাজ গুরুদেব মহারাজ।
পূত
পুরীধামে প্রকাশি আপনি হরে পৃথিবীর ত্রাস ॥
দেবদূত-সম গুরুমহারাজ আলোকে প্লাবিত কর।
জীবন-যুদ্ধে পরাজিত মোর ভয়-সন্ত্রাস হর ॥
দুর্লভতম
মানব জীবন, তথাপি ভরসাহীন।
তব
কৃপা বিনা আমি অসহায় অপারগ উদাসীন ॥
মায়ার
প্রভাবে আপন স্বভাবে সদাই অধম মতি।
ত্রাণ
কর এই অধম জনেরে, কৃপা বিনা নাহি গতি ॥
জীব-কল্যাণে তব অবদান জগতে ঘোষিত আজ।
তব
শ্রীচরণ, আমার জীবন গুরুদেব মহারাজ ॥
কৃষ্ণকে
ভুলে মায়ার কবলে ক্লেশ পাই অবিরত।
মরুভূমি
মাঝে মৃগতৃষা-সম প্রলোভন ভরে হত ॥
বিভীষিকা
ভরা অন্ধ তিমির অমানিশা সম মানি।
মম
আশা আজ গুরুমহারাজ তব শ্রীমুখের বাণী ॥
ভকতির
বাণী পৃথিবীতে আনি জীবে দয়া হ’ল সারা।
সব
অবতার সার শিরোমণি গৌরপ্রভুর ধারা ॥
যে
বাণী সবার অজ্ঞাত ছিল, তোমার আশীষে আজ।
জগৎ
মাঝারে বর্ষিত হল গুরুদেব মহারাজ ॥
পরম
ব্রহ্ম পরম পুরুষ, প্রমাণ করিলে তুমি।
নির্বিশেষের
নির্বাণ-বাদ ত্যাজিল ভারতভূমি ॥
নবীন
জীবন লভি মোরা তাই উল্লাসে হয়ে মগ্ন।
তোমার
চরণ বন্দনা করি মোহপাশ করি ভগ্ন ॥
তুমি
যদি আজ প্রকাশ না হতে অন্ধ-তিমির হানি ।
দৃপ্ত
কণ্ঠে তবে কে শোনাত শ্রীভগবানের বাণী ॥
সেই
অধিকার তোমারেই সাজে, দণ্ড তোমার হাতে ।
কৃপা
করি এই অধম জনেরে নিয়ে চল তব সাথে ॥
তুমি
যে দেখালে ভক্তির পথ, তুলনা তো তার নাই।
শিশিরের
মত উজ্জ্বল আর উচ্ছল তার ঠাঁই ॥
চির
পুরাতন শাশ্বত বাণী নবীন সাজেতে রাজে।
কোন মন্তব্য নেই