সোঙরো নব গৌরচন্দ্র

 সোঙরো নব গৌরচন্দ্র,

নাগর বনয়ারি।

নদীয়া ইন্দু, করুণাসিন্ধু,

ভকতবৎসলকারী॥ধ্রু॥

বদনচন্দ অধর রঙ্গ

নয়নে গলত প্রেম-তরঙ্গ

চন্দ্র কোটি ভানু কোটি

শোভা নিছয়ারি।

কুসুমশোভিত চিকুর চাচর

ললাটে তিলক নাসিকা উজোর

দশন মোতিম অমিয়া হাস

দামিনি ঘনয়ারি॥

মকরকুণ্ডল ঝলকে গণ্ড

মণিকৌস্তুভদীপ্ত কণ্ঠ।

অরুণ বসন করুণ বচন

শোভা অতি ভারি।

মাল্যচন্দন চর্চিত অঙ্গ

লাজে লজ্জিত কোটি অনঙ্গ

অঙ্গদ বলয়া রতন নূপুর

যজ্ঞসূত্রধারি॥

ছত্র ধরত ধরাধরেন্দ্র

গাওত যশ ভকতবৃন্দ

কমলা-সেবিত পদদ্বন্দ্ব

বলিয়ে বলিহারী।

কহত দীন কৃষ্ণদাস

গৌরচরণে করত আশ

পতিত পাবন নিতাই চান্দ

প্রেম-দানকারী॥

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.