সৌন্দর্যকিরণমালা, জিনে রতি-গৌরী-লীলা
সৌন্দর্যকিরণমালা, জিনে রতি-গৌরী-লীলা,
অনায়াসে
স্বরূপবৈভবে।
শচী-লক্ষ্মী-সত্যভামা, যত
ভাগ্যবতী বামা,
সৌভাগ্যবলনে পরাভবে॥১॥
ভজ মন চরণ
তাঁহার।
চন্দ্রাবলীমুখ যত নবীনা নাগরীশত,
বশীকারে করে তিরস্কার॥২॥
সে যে
কৃষ্ণপ্রাণেশ্বরী কৃষ্ণপ্রাণহ্লাদকারী,
হ্লাদিনী স্বরূপশক্তি সতী।
তাহার চরণ ত্যজি’, যদি
কৃষ্ণচন্দ্র ভজি,
কোটীযুগে কৃষ্ণগেহে গতি॥৩॥
সখীকৃপা
ভেলা ধরি, প্রেমসিন্ধুমাঝে
চরি,
বৃষভানুনন্দিনী-চরণে।
কবে বা পড়িয়া রব, ঈশ্বরীর
কৃপা পাব,
গণিত হইব নিজজনে॥৪॥
কোন মন্তব্য নেই