স্থায়ী ভাবাবিষ্টচিত্ত, পাইয়া বিভাববিত্ত
স্থায়ী
ভাবাবিষ্টচিত্ত, পাইয়া বিভাববিত্ত,
উদ্ভট ভাবেতে আপনার।
প্রাণ-বৃত্তে ন্যাস করে, প্রাণ
সেই ন্যাসভরে,
দেহ প্রতি বিকৃতি চালায়॥
বৈবর্ণ
রোমাঞ্চ স্বেদ, স্তম্ভ-কম্প-স্বরভেদ,
প্রলয়া —এ অষ্ট বিকার।
সঞ্চারী যে ভাবচয়, হর্ষামর্ষ
আর ভয়,
বিষাদ বিস্ময়াদি তা’র॥
প্রবৃত্তিকারণ
হয়, লীলাকালে
রসে লয়,|
আপনে করায় অনুক্ষণ।
ধূমায়িতা উজ্জ্বলিতা, দীপ্তা
আর সু-উদ্দীপ্তা,
এই চারি অবস্থা লক্ষণ॥
যার যেই
অধিকার, সাত্ত্বিক
বিকার তার,
সে লক্ষণে হয় ত’ উদয়।
মহাভাব দশা যথা, সু-উদ্দীপ্তা
ভাব তথা,
অনায়াসে সুলক্ষিত হয়॥২২।
কোন মন্তব্য নেই