স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে দেবগণ
স্বর্গেতে
দুন্দুভি বাজে নাচে দেবগণ।
হরি হরি হরি
ধ্বনি ভরিল ভুবন॥
ব্রহ্মা
নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র।
গোকুলে
গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ॥
নন্দের
মন্দিরে সব গোয়ালা আইল ধাঞা।
হাতে লড়ি
কাঁধে ভার নাচে থৈয়া থৈয়া॥
দধি দুগ্ধ
ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া।
নাচেরে
নাচেরে নন্দ গোবিন্দ পাইয়া॥
আনন্দ হইল
বড় আনন্দ হইল।
এ দাস
শিবাইর মন ভুলিয়া রহিল
কোন মন্তব্য নেই