সুরম্য মধুর-স্মিত, সর্বসল্লক্ষণান্বিত
সুরম্য
মধুর-স্মিত, সর্বসল্লক্ষণান্বিত,
বলীয়ান্ তরুণ গম্ভীর।
বাবদূক,
প্রিয়ভাষী, সুধী, সপ্রতিভাশ্বাসী,
বিদগ্ধ, চতুর, সুধী, ধীর॥
কৃতজ্ঞ, দক্ষিণ
প্রেষ্ঠ, বরীয়ান্
কীর্তিমচ্ছে,
ললনা-মোহন, কেলিপর।
সুনিত্য নূতন-মূর্তি, কেবল
সৌন্দর্য-ফুর্তি,
বংশী-গানে সুদক্ষ,
তৎপর॥
ধীরোদাত্ত, ধীরশান্ত
সুধীর, ললিত, কান্ত,
ধীরোদ্ধত ললনানায়ক।
চেটক-বিট-বেষ্টিত, বিদূষক-সুসেবিত,
পীঠমদ, প্রিয়
নমসখ॥
এ পঞ্চ
সহায়্যুত, নন্দীশ্বরপতিসুত,
পতি-উপপতি-ভাবাচারী।
অনুকুল,
শঠ, ধৃষ্ট, সদক্ষিণ,
রসতৃষ্ণ,
রসমূর্তি, নিকুঞ্জবিহারী॥১৩॥
কোন মন্তব্য নেই