সবাই মিলিয়া বসি’ যদি চিন্তা করে
সবাই মিলিয়া বসি’ যদি চিন্তা করে।
তবেই
সুচারু হয় সে-সব প্রচারে ॥১॥
তাই
সে তোমার আজ্ঞা সবাই মিলিয়া।
প্রচারের
কার্য করা বাণীতে মজিয়া॥২॥
নকল
করিতে গেলে বিপরীত ফল।
যত
দিন যাবে সব হইবে বিকল॥৩॥
এখনও
ফিরিয়া এসো প্রভুর আজ্ঞায়।
সকলে
মিলিয়া মজি তাঁহার পূজায় ॥৪॥
ফুল-ফল মহোৎসবে পূজা নাহি হয়।
বাণীর
সেবক যেই সেই ত’ পূজয় ॥৫॥
বাণীর
যে সেবা হয় সেই শব্দব্রহ্ম।
ফিরিয়া
আইস ভাই না করিও দম্ভ ॥৬॥
‘কালীদাস নাগ’ সেই মাষ্টার মশায়।
বলেছিল
একদিন প্রকাশ্য সভায় ॥৭॥
কলির
মিশন হ’ল সারা পৃথ্বী জুড়ে।
মহাপ্রভুর
সারকথা খাঁচার ভিতরে? ৮॥
ছিঃ
ছিঃ!
লোকলজ্জা নাই আমাদের ভাই।
ব্যবসাদারী
চালে করি শিষ্যের বড়াই ॥৯॥
প্রভু
তাই বলেছিল প্রচার করিবারে।
কনিষ্ঠ ঢুকুক শুধু ঘন্টা নাড়িবারে ॥১০॥
কোন মন্তব্য নেই