সন্ন্যাস করিয়া থাকে পর্বত-গহ্বরে


 

সন্ন্যাস করিয়া থাকে পর্বত-গহ্বরে

তুমি প্রভু রাখ তারে হর্ম্যের মর্মরে

বিষয়ীর দর্শনে হয় বিষের ভক্ষণ

তুমি প্রভুলাট’-‘বিলাটেদাও দরশন

হিন্দুর মন্দিরে মানা ম্লেচ্ছ-যবনে

সভাপতি রে তারে বসাও সদনে

সমুদ্রের পারে যাওয়া নিষেধ হিন্দুরে

তুমি কিন্তু পাঠাও ভক্ত তারও ওপারে

কলির শহরমানাগুরু-উপদেশ

তুমি কিন্তু থাক সেথা অশেষ-বিশেষ

নির্জনে চাহিল ভক্ত গোফা করিবারে

স্বীকার নহিল তাহা তোমার বিচারে

যেখানেতে লোক-সংঘ বেশী পরিমাণে

তোমার প্রচার-কার্য দেখিতসেখানে

লণ্ডনেতেছাত্রাবাসরিবারে-চাও

পরিপাটি যাতে হয় সে কথা বুঝাও

ম্লেচ্ছদেশেছাত্রাবাসহারকথা-তরে

সব মর্মের কথা কে বুঝিতে পারে

সব বিরুদ্ধ অর্থ সমাধান করা

খেলা নহে হেতুড়েরকড়াকড়া ১০

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.