সন্দর্শন সংস্পর্শন, জল্প বৰ্ম্ম নিরোধন

 


সন্দর্শন সংস্পর্শন,                        জল্প বৰ্ম্ম নিরোধন,
রাস বৃন্দাবন লীলা ভূরি।
জলকেলি যমুনায়
,                        নৌকাখেলা চৌর্যতায়,
ঘট্ট লীলা কুঞ্জে লুকোচুরি॥

মধুপান বধূবেশ,                          কপট নিদ্রা-আবেশ,
দূতক্রীড়া বস্ত্র টানাটানি।
চুম্বশ্লেষ নখার্পণ
,                          বিদাধর সুধাপান,
সম্প্রয়োগ আদি লীলা মানি॥

সম্ভোগ প্রকার সব,                       সম্ভোগের মহোৎসব,
লীলা হয় সদা সুপেশল।
সেই লীলা অপরূপ
,                     উজ্জ্বল রসের কূপ,
তাহে যা’র হয় কৌতূহল॥

চিদ্বিলাস রসভরে,                        রতি ভাব দশা ধরে,
মহাভাব পর্যন্ত বাড়ায়।
যে জীব সৌভাগ্যবান্
,                   লীলাযোগে সুসন্ধান,
ব্ৰজে বসি’ সতত করয়॥২৭॥

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.