সবু উপনিষদ, রত্নমালাদ্যুতি

 


সবু উপনিষদ,                              রত্নমালাদ্যুতি,

ঝকমকিচরণ সমীপে

মঙ্গল-আরতি,                              করই অনুক্ষণ,

দ্বিগুণিত-পঞ্চ-প্রদীপে

চৌদ্দ ভুবন মাহ,                          দেব-নর-দানব,

ভাগ যাঁকর বলবান্‌।

নামরস-পীযুষ,                            পিবেই অনুক্ষণ,

ছোড়ত করম-গোয়ান

নিত্যমুক্ত পুনঃ,                                           নাম-উপাসনা,

সতত করই সামগানে

গোলোকে বৈঠত,                        গাওয়ে নিরন্তর,

নাম-বিরহ নাহি জানে

সবুরস আকর,                             হরিইতি দ্ব্যক্ষর,

সবুভাবে করলুঁ আশ্রয়

নাম-চরণে ড়ি          ভকতিবিনোদ কহে,

তুঁয়া পদে মাগহুঁ নিলয়

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.