সবু মেলি’ বালক-ভাগ বিচারি



 সবু মেলি’ বালক-ভাগ বিচারি।

ছোড়বি মোহ শোক চিত্তবিকারী॥১॥

চৌদ্দ-ভুবন পতিনন্দকুমারা।
শচীনন্দন ভেল নদীয়া-অবতারা॥২॥

সোহি গোকুলচাদ অঙ্গনে মোর
নাচই ভক্ত-সহ আনন্দ বিভোর॥৩॥

শুনত নামগান বালক মোর।
ছোড়ল দেহ হরি প্রীতি-বিভোর॥৪॥

ঐছন ভাগ যব ভই হামারা।
তবহু হউ ভব-সাগর-পারা॥৫॥

তুই সবু বিছরি এহি বিচারা।
কাঁহে করবি শোক চিত্তবিকারা॥৬॥

স্থির নহি হওবি যদি উপদেশে।
বঞ্চিত হওবি রসে অবশেষে॥৭॥

পশিবু হাম সুর-তটিনী মাহে।
ভক্তিববিনোদ প্রমাদ দেখে তাহে॥৮॥

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.