সর্বস্ব তোমার, চরণে সঁপিয়া

 


সর্বস্ব তোমার,                             চরণে সঁপিয়া

পড়েছি তোমার ঘরে

তুমি ঠাকুর                             তোমার কুকুর,

বলিয়া জানহ মোরে

বাঁধিয়া নিকটে,                             আমারে পালিবে,

রহিব তোমার দ্বারে

প্রতীপ-জনেরে,                           আসিতে না দিব,

রাখিব গড়ের পাড়ে

তব নিজজন,                               প্রসাদ সেবিয়া,

উচ্ছিষ্ট রাখিবে যাহা

আমার ভোজন,                           পরম-আনন্দে

প্রতিদিন বে তাহা

বসিয়া শুইয়া,                              তোমার চরণ,

চিন্তিব সতত আমি

নাচিতে নাচিতে,                          নিকটে যাইব,

যখন ডাকিবে তুমি

নিজের পোষণ,                           কভু না ভাবিব,

রহিব ভাবের ভরে

ভকতিবিনোদ,                             তোমারে পালক,

বলিয়া বরণ করে

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.