হরিনামের প্রকৃত ফল


 

❤❤হরিনামের প্রকৃত ফল❤❤

•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••

কেহ বলে,-'নাম হৈতে হয় পাপক্ষয়'

কেহ বলে,-'নাম হৈতে জীবের মোক্ষ হয়॥

হরিদাস কহেন,-"নামের এই দুই ফল নয়।

নামের ফলে কৃষ্ণপদে প্রেম উপজয়॥"

  (চৈঃচঃ-অন্ত্য-/১৭৭/১৭৮)

•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••

 

তাদের কেউ কেউ বললেন, "ভগবানের দিব্যনাম গ্রহণ করার ফলে পাপ ক্ষয় হয়";এবং অন্য কেউ বললেন,"ভগবানের দিব্য নাম গ্রহণের ফলে মুক্তি লাভ হয়," হরিদাস ঠাকুর তখন প্রতিবাদ করে বললেন,"নামের এই দুইটি প্রকৃত ফল নয়।নিরপরাধে নাম গ্রহণের ফলে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেমের উদয় হয়।"

(হিরণ্য গোবর্ধন মজুমদারের সভায় বিতর্কে হরিদাস ঠাকুরের উক্তি।)


"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

  হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥"

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.