আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ’ এর সাতটি উদ্দেশ্য

  হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥



= জয় শ্রীল প্রভুপাদ =

‘আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ’ এর সাতটি উদ্দেশ্যঃ-


১।

 সুসংবদ্ধভাবে মানব সমাজে ভগবত্তত্ত্বজ্ঞান প্রচার করা এবং সমস্ত মানুষকে পারমার্থিক    জীবনযাপনে অনুপ্রাণিত হতে শিক্ষা দেওয়া, যার ফলে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্তি প্রতিহত হবে এবং জগতে যথার্থ সাম্য এবং শান্তি প্রতিষ্ঠিত হবে।


২। 

ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবতের অনুসরণে কৃষ্ণভাবনার অমৃত প্রচার করা।


৩। 

এই সংস্থার সমস্ত সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা এবং শ্রীকৃষ্ণের কাছে টেনে আনা এবং এইভাবে প্রতিটি সদস্য-চিত্তে এমনকি প্রতিটি মানুষের চিত্তে সেই ভাবনার উদয় করানো, যাতে সে উপলব্ধি করতে পারে যে, প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ।


৪। 

শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত ভগবানের দিব্য নাম সমবেত ভাবে কীর্তন করার যে সংকীর্তন 

    আন্দোলন, সে সম্বন্ধে সকলকে শিক্ষা দেওয়া এবং অনুপ্রাণিত করা।


৫। 

সংস্থার সদস্যদের জন্য এবং সমস্ত সমাজের জন্য একটি পবিত্র স্থান নির্মাণ করা যেখানে 

     ভগবান শ্রীকৃষ্ণ তাঁর নিত্যলীলা বিলাস করবেন, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তা  নিবেদিত হবে।


৬। 

একটি সরল এবং অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য সদস্যদের 

     পরস্পরের কাছে টেনে আনা।


৭। 

পূর্বোল্লিখিত উদ্দেশ্যগুলি সাধন করবার জন্য সাময়িক পত্রিকা, গ্রন্থ এবং অন্যান্য লেখা প্রকাশ এবং বিতরণ করা।



The purposes stated within ISKCON's articles of incorporation reveal Prabhupäda's thinking. They were seven points, similar to those given in the Prospectus for the League of Devotees he formed in Jhansi, India, in 1953. That attempt had been unsuccessful, yet his purposes remained unchanged.

 

Seven Purposes of the International Society for Krishna Consciousness:

 

(a)  To systematically propagate spiritual knowledge to society at large and to educate all peoples in the techniques of spiritual life in order to check the imbalance of values in life and to achieve real unity and peace in the world.

 

(b)  To propagate a consciousness of Krishna, as it is revealed in the Bhagavad Gitä and Srimad Bhagwatam.

 

(c)  To bring the members of the Society together with each other and nearer to Krishna, the prime entity, thus to develop the idea within the members, and humanity at large, that each soul is part and parcel of the quality of Godhead (Krishna).

 

 

(d)  To teach and encourage the sankirtan movement, congregational chanting of the holy name of God as revealed in the teachings of Lord Sri Chaitanya Mahaprabhu.

 

(e)  To erect for the members and for society at large, a holy place of transcendental pastimes, dedicated to the Personality of Krishna.

 

 

(f)   To bring the members closer together for the purpose of teaching a simpler and more natural way of life.

 

(g)  With a view towards achieving the aforementioned Purposes, to publish and distribute periodicals, magazines, books and other writings.


কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.