সখাগণ সঙ্গ ছাড়ি যদুনন্দন

 


সখাগণ সঙ্গ                 ছাড়ি যদুনন্দন,
চলতহি নাগর রাজে।

ভাবিনী মনোরথে,                        চলল বিপিন পথে,
সাধিতে মনোরথ কাজে॥
চতুর শিরোমণি কান।
হেরি যমুনা জল
,                          মনমথ উথলল,
পুরল মুরলী নিশান॥
সিরজিলা তরীখানি
,                       প্রবাল মুকুতা আনি,
মাঝে মাঝে হীরার গাঁথনি।
শিখিপুচ্ছ গুঞ্জাছড়া
,                     রজত কাঞ্চনে মোড়া,
কেরোয়ালে রজত কিঙ্কিণী॥
তপন-তনয়া-তীরে
,                      তরুণী লইয়া ফিরে,
বিদগধ নাগর রাজ।
গগাবিন্দদাস ভণে
,                       কি আনন্দ হইল মনে,
রুনু ঝুনু নূপুর বাজ ॥

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.