সখাগণ সঙ্গ ছাড়ি যদুনন্দন
সখাগণ
সঙ্গ ছাড়ি যদুনন্দন,
চলতহি নাগর রাজে।
ভাবিনী
মনোরথে, চলল বিপিন
পথে,
সাধিতে মনোরথ কাজে॥
চতুর শিরোমণি কান।
হেরি যমুনা জল, মনমথ উথলল,
পুরল মুরলী নিশান॥
সিরজিলা তরীখানি, প্রবাল
মুকুতা আনি,
মাঝে মাঝে হীরার গাঁথনি।
শিখিপুচ্ছ গুঞ্জাছড়া, রজত কাঞ্চনে
মোড়া,
কেরোয়ালে রজত কিঙ্কিণী॥
তপন-তনয়া-তীরে, তরুণী লইয়া
ফিরে,
বিদগধ নাগর রাজ।
গগাবিন্দদাস ভণে, কি আনন্দ
হইল মনে,
রুনু ঝুনু নূপুর বাজ ॥
কোন মন্তব্য নেই