সখি গো,কেমতে ধরিব পরাণ। নিমেষ হইল যুগের সমান॥১॥ (দশকুশী) শ্রাবণের ধারা, আঁখি বরিষয়, শূণ্য ভেল ধরাতল। গোবিন্দ-বিরহে, প্রাণ নাহি রহে, কেমনে বাঁচিব বল॥২॥ ভকতিবিনোদ অস্থির হইয়া, পুনঃ নামাশ্রয় করি’। ডাকে রাধানাথ, দিয়া দরশন, প্রাণ রাখ,নহে মরি॥৩॥
কোন মন্তব্য নেই