সখি গো,কেমতে ধরিব পরাণ

 


সখি গো,কেমতে ধরিব পরাণ

নিমেষ হইল যুগের সমান

(দশকুশী)

শ্রাবণের ধারা,                              আঁখি বরিষয়,

শূণ্য ভেল ধরাতল

গোবিন্দ-বিরহে,                           প্রাণ নাহি রহে,

কেমনে বাঁচিব বল

ভকতিবিনোদ                                              অস্থির  হইয়া,

পুনঃ নামাশ্রয় করি

ডাকে রাধানাথ,                           দিয়া দরশন,

প্রাণ রাখ,নহে মরি

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.