চার প্রকারের বৈষ্ণব নিন্দা
চার প্রকারের বৈষ্ণব নিন্দা,-
১/নীচকুলোদ্ভুত বলে নিন্দা করা।
২/পূর্বের দোষের দরুন নিন্দা করা।
৩/আকস্মিক দোষের জন্য নিন্দা করা।
৪/প্রায় দোষমুক্ত অবস্থায় নিন্দা করা।
এসব গুরুতর বৈষ্ণব অপরাধ (শ্রীহরিনাম চিন্তামণি)
প্রতিটি ভক্তের উচিত অন্য ভক্তের প্রশংসা করা, এটাই ভক্তদের প্রকৃত কর্তব্য। কারো প্রতি উপহাস করবে না। কোন ভক্তের প্রতি যাতে কোন অপরাধ না হয় তুমি সদা সচেতন আছো, এটি অত্যন্ত সুন্দর গুণ। আমরা যখন পরমেশ্বর ভগবানের এবং তাঁর প্রতিনিধি শ্রীগুরুদেবের সেবা সম্পাদন করব তখন এই ধরণের সম্ভ্রম থাকা প্রয়োজন। এটি মনোযোগ সহকারে সেবা করার লক্ষণ। এই ধরণের মনোভাব কৃষ্ণ ভক্তির পথে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে সাহায্য করবে। মদগৃহে আপনাদের শুভাগমনে অদ্য আমি ধন্য ও কৃতার্থ হইলাম। বৈষ্ণবদর্শন হরিদর্শনবৎ পাপরাশিকে যে নষ্ট করে কোন সন্দেহ নাই। আমি মেরুমন্দর সদৃশ রাশিরাশি পুণ্য সঞ্চয় করিয়াছি সন্দেহ নাই, সেই হেতুই মহাত্মা বৈষ্ণবের দর্শন লাভ হইল।
(হরিভক্তিবিলাস ১০/৩৩৭-৩৩৮)
কোন মন্তব্য নেই