ট্রাইবেল ব্যক্তিদের গীতা দান

 ট্রাইবেল ব্যক্তিদের গীতা দান 



শ্রী গুরু মহারাজের নির্দেশক্রমে এবং শ্রীল  পুরুষোত্তম মহারাজের ব্যবস্থাপনায়, ত্রিপুরা রাজ্যে আনন্দবাজার এলাকায় ট্রাইবেল ব্যক্তিদের গীতা দান কার্য অনুষ্ঠিত হল । এই গীতা গ্রন্থ গুলি পড়ার উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেকটি গীতাতে ১০০ মার্কের ১ টি প্রশ্ন-পত্র দেওয়া হয়েছে ।


আমরা আশা করছি আপনার মূল্যবান দানের গীতাটি তারা পড়বে এবং ভক্তিযোগের যুক্ত হয়ে জীবন সার্থক করবে ।


উৎসবে সকল দাতাদের জন্য এবং যারা গীতা গ্রহণ করেছেন তাদের জন্য, আমরা হরিনাম মহামন্ত্রের মাধ্যমে ভগবানের কাছে বিশেষ প্রার্থনা নিবেদন করেছি ।


আপনার সেবায়

শ্রী গুরুমহারাজের পক্ষ থেকে

ভক্তি বিজয় ভাগবত স্বামী 🙏

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.