মানুষের কর্তব্য

 


"●"মানুষের কর্তব্য"●"

শ্রীলোচন দাস ঠাকুর

"নিতাই-গৌর নাম,আনন্দের ধাম"

•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••

━┉┈কলিযুগ পাবনাবতার, করুণাবতার, প্রেমাবতার হলেন-"নিতাই গৌরাঙ্গ" যে নিতাই-গৌরের নামই সর্ব আনন্দের ধাম, পরমানন্দের উৎস আধারস্বরূপ, সেই নাম যে না উচ্চারণ করে, তার পরিণতি খুবই বীভৎস। তাকে মৃত্যুর পর যমদূত সূক্ষ্ম শরীর দান করে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নরকে নিয়ে গিয়ে নরককুণ্ডে ডুবিয়ে রাখবে।

 

━┉┈যে দুর্ভাগা অবজ্ঞাহেতু গলায় তুলসীর মালা ধারণ করে না, তার অবশ্যই নরকে বাস করে তীব্র যন্ত্রণা ভোগ করতে হবে, কারণ তুলসীমালাহীন অবস্থায় মৃত্যু হলে যমদূত তাকেই পাপীষ্ঠ নরকের যাত্রী বলেই গণ্য করে।

 

━┉┈যে কপালে ঊর্ধ্বপুণ্ড্র তিলক ধারণ করে না, তার সমস্ত কর্মই নিষ্ফল, তার মনুষ্য জন্মটাই বৃথা।

 

━┉┈ যে এই কলিযুগে জন্মগ্রহণ করে, মুখে হরিনাম উচ্চারণ করেনা, সেই পামর, পাষণ্ডমতি ব্যক্তির প্রতি কর্মফল প্রদাতা বিধি সর্বদাই মুখ ঘুরিয়ে রাখেন।

 

━┉┈যার গৃহে কখনোই বৈষ্ণব সেবা হয় না, তার গৃহকে শাস্ত্রে সাপের গর্ত বলে উল্লেখ করা হয়েছে। যে গাধার মতো কঠোর পরিশ্রম করে,পরিবার আত্মীয়স্বজনদের নিয়ে ভোগবিলাস করে কিন্তু বৈষ্ণব সেবা করেনা, তার পরিশ্রমই বৃথা তার যে কি গতি হবে, সে চিন্তায় ভগবানও দুঃখ পায়।🤦

 

━┉┈সুতরাং! হে ভাই! যত শিঘ্র সম্ভব সৎ গুরু চরণে দীক্ষা নিয়ে গুরুমন্ত্রকে সার জেনে এইবার সাধন ভজন কর, তাহলে অন্তিমে ব্রজে বাস হবে। (কখন যে মৃত্যু এসে গ্রাস করবে কেউই বলতে পারেনা।)

 

  যখন তুমি নিরন্তর গুরমন্ত্র হরিনাম জপ করতে থাকবে, ক্রমশ তোমার অন্তরের যত অন্ধকারাচ্ছন্ন তমোগুন আছে, তা থেকে মুক্ত হয়ে স্বত্বগুণে অধিষ্ঠিত হবে, তখনই তুমি কৃষ্ণের দাস হওয়ার যোগ্য হবে।

 

━┉┈অধম লোচন দাসের এই নিবেদন তোমরা নিরন্তর নিতাই-গৌরের নাম নাও, প্রেমানন্দে নিতাই-গৌরের গুণকীর্তণ করো।🤲🙏

   নিতাই-গৌরের নামে যার রতি(প্রেম) না হল, সে নিজেই নিজের মুখে চুনকালি মাখল।🤦


•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••

     নিতাই-গৌর নাম,      আনন্দের ধাম,

                    যেই জন নাহি লয়।

     তারে যমরায়,      ধরে লয়ে যায়,

                    নরকে ডুবায় তায়॥

     তুলসীর হার,      না পরে যে ছার,

                    যমালয়ে বাস তার।

     তিলক ধারণ,      না করে যে জন,

                    বৃথায় জনম তার,

     না লয় হরিনাম,     বিধি তারে বাম,

                     পামর পাষণ্ড মতি।

     বৈষ্ণব সেবন,      না করে যে জন,

                    কি হবে তাহার গতি।

     গুরুমন্ত্র সার,     কর এইবার,

                   ব্রজেতে হইবে বাস।

    তমোগুণ যাবে,      সত্ত্বগুণ পাবে,

                    হইবে কৃষ্ণের দাস॥

     দাস লোচন,      বলে অনুক্ষণ,

                    (নিতাই)-গৌর গুণ গাও সুখে॥

      এই রসে যার,      রতি না হইল,

                 চুন কালি তার মুখে॥

•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••

•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.