শ্রীল গুরু মহারাজ তাঁর স্বাস্থ্যাবস্থার আরও জটিলতা যেন সৃষ্টি না হয়

 


আমরা জানাতে চাই যে, শ্রীল গুরু মহারাজ তাঁর স্বাস্থ্যাবস্থার আরও জটিলতা যেন সৃষ্টি না হয়, তাই তাঁর সমস্ত শিষ্যদের প্রতিদিন নির্ধারিত ন্যূনতম ১৬ মালা জপ ও চারটি বিধিবদ্ধ নিয়ম পালন করতে অনুরোধ করছেন। এর সাথে ৮ বার তুলসী পরিক্রমা করারও অনুশীলন করা (৪ বার শ্রীল গুরু মহারাজের সুস্বাস্থ্য ও সুরক্ষার জন্য)। আমরা বিনীতভাবে আমাদের গুরু পরিবারকে তাদের প্রার্থনা অব্যাহত রাখার জন্য অনুরোধ করব যদি কৃষ্ণ চান, গুরু মহারাজের যেন খুব শীঘ্রই স্বাস্থ্যোন্নতি হয় যাতে তিনি শ্রীল প্রভুপাদের সেবা চালিয়ে যেতে পারেন।


জেপিএস সেবা কমিটি 


শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের জন্য একাদশী সংকল্প মন্ত্র: 


একাদশী ব্রত পালনের পূর্বে:

 

শ্রী-জয়পতাকা-স্বামী দৃঢ়-আরোগ্য দীর্ঘায়ু সিদ্ধ্যর্থে, 

শ্রী-একাদশী মহা-ব্রত পালনম করিষ্যে।

 

অচ্যুত গোত্রের শ্রীল জয়পতাকা স্বামী (গুরু মহারাজ), যিনি কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের একজন শিষ্য- তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আমি মহান একাদশী ব্রত পালন করছি। 

                                                                      

একাদশী ব্রত পালনের পরে:

 

শ্রী-জয়পতাকা-স্বামীন্ দৃঢ়-আরোগ্য সিদ্ধ্যর্থে, 

ইতি শ্রী-একাদশী মহা-ব্রত পারণ ফল নিবেদনমস্তু।

 

আমি শ্রীল জয়পতাকা স্বামী (গুরু মহারাজ)-'র সুস্বাস্থ্য লাভের জন্য মহান একাদশী ব্রত পালনের ফল নিবেদন করছি।


 তুলসী পূজার পূর্বে:


শ্রী-জয়পতাকা-স্বামী দৃঢ়-আরোগ্য দীর্ঘায়ু সিদ্ধ্যর্থে, 

শ্রী-তুলসী দেবী পূজাম-করিষ্যে।

 

অচ্যুত গোত্রের শ্রীল জয়পতাকা স্বামী (গুরু মহারাজ), যিনি কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের একজন শিষ্য- তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আমি শ্রী তুলসী দেবীর পূজা ও প্রদক্ষিণ করছি। 


 তুলসী পূজা শেষে:

 

শ্রী-জয়পতাকা-স্বামীন্ দৃঢ়-আরোগ্য সিদ্ধ্যর্থে, 

ইতি শ্রী-তুলসী-দেবী-পূজা-ফল-নিবেদনমস্তু।

 

আমি শ্রীল জয়পতাকা স্বামী (গুরু মহারাজ)-'র সুস্বাস্থ্য লাভের জন্য মহান শ্রী তুলসী দেবীর পূজা ও প্রদক্ষিণের ফল নিবেদন করছি।

 


অতিরিক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপের পূর্বে:

 

শ্রী-জয়পতাকা-স্বামী দৃঢ়-আরোগ্য দীর্ঘায়ু সিদ্ধ্যর্থে, 

হরে কৃষ্ণ মহা মন্ত্র জপে বিনিয়োগঃ

 

অচ্যুত গোত্রের শ্রীল জয়পতাকা স্বামী (গুরু মহারাজ), যিনি কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের একজন শিষ্য - তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি। 

 

অতিরিক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপের পরে:

 

শ্রী-জয়পতাকা-স্বামীন্ দৃঢ়-আরোগ্য সিদ্ধ্যর্থে, 

হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ফল নিবেদনমস্তু।


আমি শ্রীল জয়পতাকা স্বামী (গুরু মহারাজ)-'র সুস্বাস্থ্য লাভের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফল নিবেদন করছি। 


ধন্যবাদ!

জয় শ্রীল প্রভুপাদ!

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.