নানা জনের নানা কথায়। ঘামিয়ে মাথা কি লাভ আছে —শ্রীসনাতনগোপাল দাস ব্রহ্মচারী
শ্রীল প্রভুপাদ বলেছিলেন, পশুপাখিরা প্রতিদিন ঘুম থেকে উঠেই মনে মনে প্রশ্ন করে কোথায় গেলে খাবার পাব?” বুদ্ধিমান মানুষেরা প্রশ্ন করেন, “কে আমি? কেন এই জগতে? এই জগৎ কি? আমার কর্তব্য কি?' একে বলে অথাতাে ব্রহ্ম জিজ্ঞাসা।
শ্রীল প্রভুপাদ আরও বলেছিলেন, তােমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমার গ্রন্থাবলীর মধ্যেই রয়েছে। তার প্রতিষ্ঠিত দি ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট কর্তৃক প্রকাশিত দুটি সর্বজনপ্রিয় পারমার্থিক পত্রিকা 'ভগবৎ-দর্শন' ও 'হরেকৃষ্ণ সংকীর্তন সমাচারে গ্রাহক তথা পাঠকবৃন্দের মানাবিধ প্রশ্নের উত্তর দেওয়া হয়ে থাকে। সেই প্রশ্নোত্তরগুলি অনেকের হদয়ে আনন্দ ও আগ্রহের সঞ্চার করে। বেশ কিছু প্রশ্ন-উত্তর সংকলিত করে প্রশ্ন করুন উত্তর পাবেন' গ্রন্থখানি প্রকাশিত হল।।
সুধী পাঠকবৃন্দের পক্ষ থেকেই প্রেরিত প্রশ্নের উত্তরগুলির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ যে অবশ্যই থাকছে, তা বলা বাহুল্য। অনুসন্ধিৎসু সহ-দয় পাঠকবৃন্দ এই প্রশ্নোত্তর পাঠ করে বিশেষ উপকৃত হতে পারবেন। ভক্তি জীবনের প্রেরণা ও উৎসাহ ব্যঞ্জক প্রশ্ন করুন উত্তর পাবেন' গ্ৰন্থখানি আপনার বহু সংশয়ের সমাধান করবে বৈকি! প্রশ্নগুলির উত্তরদানের প্রেরণায় শ্রীমায়াপুর বিবিটি প্রােডাকশন ম্যানেজার শ্রীবৃহৎকীর্তন দাস ব্রহ্মচারী, গ্রন্থ প্রকাশনায় বিবিটি ম্যানেজার শ্রীশ্যামরূপ দাস ব্রহ্মচারী, পুফ সংশােধনে শ্রীতেজোগৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, পৃষ্ঠাসজ্জায় শ্রীরাধিকেশ দাস ব্রহ্মচারী এবং অন্যান্য সহযােগী ভক্তবৃন্দ সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।।
প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রায়ই মনে হয়বহু জীবনের পুঞ্জীভূত
প্রশ্ন তােমার যতেক আছে । সব প্রশ্নের হয় সমাধান।
যদি যাও মন কৃষ্ণকাছে ॥
“সমস্ত কিছু আমিই জানি”—
ভগবানের মুখের বাণী । নানা জনের নানা কথায়। ঘামিয়ে মাথা কি লাভ আছে ।
—শ্রীসনাতনগোপাল দাস ব্রহ্মচারী
কোন মন্তব্য নেই