পেট্রোল দিয়ে আগুন নেভানাে




এই দেহবদ্ধ জীবনে আমাদের সবচেয়ে বড় শত্রু যৌনকামনা। কিন্তু শ্রীকৃষ্ণ যেহেতু সর্বশক্তিমান, তাই তা আমাদের সঙ্গে শত্রুতা করতে পারবে না যদি আমরা শক্তভাবে শ্রীকৃষ্ণের চরণকে আশ্রয় করি।


অবশ্য কোনাে ব্রহ্মচারী যদি বিবাহ করতে ইচ্ছুক হয়, তাহলে সে গৃহস্থ আশ্রম বরণ করতে পারে। কিন্তু কোনাে দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি যদি মনে করে যে, বিবাহের মাধ্যমে সে তার যৌন কামনাকে দমন করবে, তবে তার সেই আশা অবাস্তব। আর স্ত্রী কখনই পুরুষের কামবাসনা পরিতৃপ্ত করার যন্ত্র নয়।


বিবাহবন্ধনকে এক পরম পবিত্র বন্ধন বলে গ্রহণ করতে হবে। যারা কামবাসনাকে দমন করার উদ্দেশ্য নিয়ে বিবাহ করে, তাদের অঙ্ক ভুল। কাম উপভােগের মাধ্যমে কখনই কামকে দমন করা যায় না। পেট্রোল দিয়ে কি আগুন নেভানাে যায়? অতিরিক্ত কাম উপভােগকে আগুনের মধ্যে অতিরিক্ত পেট্রোল ঢালার সঙ্গে তুলনা করা যেতে পারে।


শ্রীল প্রভুপাদ বলেছেন যে, কামকে দমন করতে হলে আমাদেরকে বিশেষত বিগ্রহ অৰ্চনের পন্থা অবলম্বন করতে হবে। নববিধা ভক্তির মধ্যে বিশেষ করে অতি প্রেমসহকারে ভগবান শ্রীকৃষ্ণ তথা মদনমােহন এবং মদনমােহন-মােহিনীর (শ্রীরাধা) শ্রীবিগ্রহের অর্চন করতে হবে। বিগ্রহকে নিয়মিত বিধিমতে স্নান করানাে, সাজানাে (শৃঙ্গার), ভােগ নিবেদন এবং শয়ন ইত্যাদি নানা সেবার মাধ্যমে শ্রীবিগ্রহের প্রতি আমাদের প্রেমকে গাঢ় করে তুলতে হবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণকথা শ্রবণ। কীর্তনও নিয়মিত করতে হবে। তাহলে খুব শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের। পাদপদ্মের গন্ধ আস্বাদন করা সম্ভব।



আদর্শ গৃহস্থ জীবন থেকে সংগ্রহীতর্

: APP Link Downloads :

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.