শ্রীগঙ্গায় স্নান বিধি

 



শ্রীগঙ্গায় স্নান বিধি

তীর্থে অনুজ্ঞা প্রার্থনা

দেব দেব জগন্নাথ শঙ্খ চক্র গদাধর।

দেহি বিষ্ণো মমানুজ্ঞাং তব তীর্থাবগাহনে।।

স্নান সংকল্প

হস্তে জল ধারন করে --

বিষ্ণুরোম তৎসদ অদ্য দামোদর মাসে _____ পক্ষে ________তিথৌ _______ গোত্রস্য _________________ দাস শ্রীকৃষ্ণ প্রীতি কামঃ শ্রীগঙ্গাদেবী প্রীত্যার্থে অস্য ভাগীরথী গঙ্গায়াং প্রাতঃ স্নানমহং করিষ্যে।

গঙ্গা প্রণামঃ

সদ্যঃ পাতক-সংহন্ত্রী সদ্যো দুঃখ-বিনাশিনী।

সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতিঃ।।

নমস্তে দেবদেবেশি গঙ্গে ত্রিপথস গামিনী।

ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মবিষ্ণুশিবার্চ্চিতে।।

 

গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা

নন্দিনীতি চ তে নাম বেদেষু নলিনীতি চ

দক্ষা পৃথ্বী-বিরদগঙ্গা-বিশ্বকায়া-শিবামৃতা।।

বিদ্যাধরি-মহাদেবী-তথা লোকপ্রসাদিনী।

ক্ষেমঙ্করী জাহ্নবী চ শান্তা শান্তিপ্রদায়িনী।

এতানি পুণ্যনামানি স্নানকালে প্রকীর্তয়েৎ।।

 

গঙ্গাজল স্পর্শ করে

স্পর্শামি তাং মহেশ্বরীম্‌ বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসীদে জগদম্বিকে।।

গায়ত্রী মন্ত্রে শিখা মোচন করে গঙ্গায় প্রবেশ

স্নান মন্ত্রঃ-

ওঁ বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা।

ত্রাহি নস্তেন সস্তস্মাদ আজন্ম মরনান্তিকাৎ।।

স্নান শেষে শিখা বন্ধন করে তিলক ধারন এবং ১ম ও ৬ষ্ঠ গায়ত্রি মন্ত্র ১০ বার জপ।

কাম গায়ত্রি মন্ত্রে ৪বার ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য দান

ইদম্‌ শ্রীকৃষ্ণ তর্পয়ামি নমঃ এই মন্ত্রে ৪বার তর্পন।

গঙ্গা দেবীর উদ্দেশ্যে জল দানঃ-

ওঁ গাং গঙ্গায় বিষ্ণুমুখায় শিবামৃতৈ শান্তিপ্রদান্যৈ নারায়ণ্যৈ নমস্তুতে।

 

ভীষ্ম পঞ্চকম্‌

শ্রীভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ ( উত্তর দিকে মুখ করে)

ওঁ বৈয়াঘ্রপদ্য গোত্রায় সংকৃতি প্রবরায় চ।

অপুত্রায় দদামেতৎ সলিলং ভীষ্মবর্মণে।। (৩বার ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ)

 

অর্ঘ্য দানঃ-

বসুনামাবতরায় শান্তনোরাত্মজায় চ।

অর্ঘ্যং দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণে।। (৩ বার)

 

প্রণামঃ-

ওঁ ভীষ্মঃ শান্তনবো বীরঃ সত্যবাদীঃ জিতেন্দ্রিয়ঃ।

অভিরাদ্ভিরবাপ্নোতু পুত্র-পৌত্র-চিতাং ক্রিয়াম্‌।। (৩ বার)

 

সূর্যদেবের উদ্দেশ্যে প্রনাম মন্ত্র বলে জল দান

ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং।

ধন্বন্তরীং সর্বপাপাঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্‌ ।। (৩ বার)

 

সমস্ত জীবের উদ্দেশ্যে জল দান

আব্রহ্ম স্তম্ভ জগতো ত্রিপত্তৈ নমঃ। (৩ বার)

এরপর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন।

 

শ্রীভগবান বিষ্ণুর শ্রীঅঙ্গে পুষ্প অর্পণ বিধি (গরুড় পুরাণ)

১ম দিন পাদদ্বয়ে পদ্ম পুষ্পে পূজা।   ২য় দিন বিল্বপত্র দ্বারা জানুদেশে পূজা।

৩য় দিন গন্ধ দ্বারা নাভি দেশে পূজা। ৪র্থ দিন বিল্বপত্র ও জবাপুষ্প দ্বারা।

৫ম দিন মালতি পুষ্প দ্বারা শিরোদেশে পূজা।

 

 

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।  হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.