হরিনাম সংকীর্তনই একমাত্র যুগধর্ম
যুগধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন।
চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন \
শ্রীচৈ.চ. আদি ৩.১৯
কলিযুগে যুগধর্ম নামের প্রচার।
তথি লাগি’ পীতবর্ণ চৈতন্যাবতার \
শ্রীচৈ.চ. আদি ৩.৪০
ব্যক্ত করি’ ভাগবতে কহে বার বার।
কলিযুগে ধর্ম নামসংকীর্তন সার \
শ্রীচৈ.চ. আদি ৩.৫০
সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণচৈতন্য।
সংকীর্তন যজ্ঞে তাঁরে ভজে, সেই ধন্য \
সেই ত’ সুমেধা, আর কুবুদ্ধি সংসার।
সর্বযজ্ঞ হৈতে কৃষ্ণনামযজ্ঞ সার \
শ্রীচৈ.চ. আদি ৩.৭৭/৭৮
নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম।
সর্বমন্ত্রসার নাম, এই শাস্ত্রমর্ম \
শ্রীচৈ.চ. আদি ৭.৭৪
তবে প্রভু যুগধর্ম স্থাপন করিতে।
সাঙ্গোপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে \
কলিযুগে ‘ধর্ম’ হয় ‘হরি—সংকীর্তন’।
এতদর্থে অবতীর্ণ শ্রীশচীনন্দন \
শ্রীচৈ.ভা. আদি ২.২১
ঈশ্বর ভজন অতি দুর্গম অপার।
যুগধর্ম স্থাপিয়াছে করি’ পরচার \
চারিযুগে চারি ধর্ম রাখি ক্ষিতি তলে।
স্বধর্ম স্থাপিয়া প্রভু নিজ স্থানে চলে \
কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন।
চারিযুগে চারি ধর্ম জীবের কারণ \
অতএব কলিযুগে নামযজ্ঞ সার।
আর কোনো ধর্ম কৈলে নাহি হয় পার \
শ্রীচৈ.ভা. আদি ১৪.১৩৩/১৩৯
সংকীর্তন আরম্ভে মোহার অবতার।
কীর্তন বিরোধী পাপী করিমু সংহার \
শ্রীচৈ.ভা. মধ্য ২৩.৪০২
মোর এই সংকীর্তন যজ্ঞের মহিমা।
সর্বশাস্ত্রে কহে ইহার মহিমা গরিমা \
সর্বধর্মসার এই সংকীর্তন ধর্ম।
বিশেষ জানিবে কলিযুগে এই কর্ম \
শ্রীচৈ.ম. মধ্য ৯.৭৩/৭৪
এতাবানেব লোকেহস্মিন্ পুংসাং ধর্মঃ পরঃ স্মৃতঃ।
ভক্তিযোগো ভগবতি তন্নামগ্রহণাদিভিঃ \
অনুবাদ: ভগবানের দিব্যনাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযোগ, তা—ই
মানব সমাজে জীবের পরম ধর্ম। (শ্রীমদ্ভাগবত ৬.৩.২২)
*চৈ.চ.— শ্রীচৈতন্যচরিতামৃত; চৈ.ভা.— শ্রীচৈতন্যভাগবত; চৈ.ম.— শ্রীচৈতন্যমঙ্গল
কোন মন্তব্য নেই