ভক্তিবেদান্ত গীতা অ্যাকাডেমী ভক্তিশাস্ত্রী কোর্সের লক্ষ্যসমূহ
ভক্তিশাস্ত্রী কোর্সের জন্য ক্লিক করুন
ভক্তিবেদান্ত গীতা অ্যাকাডেমী ভক্তিশাস্ত্রী কোর্সের লক্ষ্যসমূহ
১) ভক্তিশাস্ত্রের গুরুত্বপূর্ণ জ্ঞানকে মুখস্থ করা ও প্রয়োজনে তারা যেন সেগুলিকে মনে করতে পারে তাতে ছাত্রদের সহায়তা করা
২) ভক্তিশাস্ত্রের সূত্রাবলীকে গভীরভাবে অনুধাবন ও বৃহত্তম দৃষ্টিকোণ থেকে পর্য্যালোচনা করতে ছাত্রদের সহায়তা করা।
(৩) বাহ্যিক ব্যবহারে ও আভ্যন্তরীণ অনুশীলনে ভক্তিশাস্ত্রের শিক্ষাকে প্রয়োগ করতে ছাত্রদের সহায়তা করা। ৪) ভক্তিশাস্ত্রের ভিত্তিতে কৃষ্ণভাবনামৃত প্রচার করতে শিক্ষার্থীদের হৃদয়ে কার্যকরী প্রচারের সক্ষমতা ও ইচ্ছা উৎপন্ন করা।
৫) ভক্তিশাস্ত্রের লেখনীতে শ্রীল প্রভুপাদের যে মনোভাব ও উদ্দেশ্য প্রকাশ পেয়েছে তার প্রশংসা করতে ও হাদ্যাঙ্গম করতে এবং ইসকনের মধ্যে সেই ধারণাকে চিরস্থায়ী করতে ছাত্রদের সাহায্য করা।
৬) ভক্তিশাস্ত্রের নীতিগুলিকে বৈষ্ণবীয় ন্যায়পরায়ণতার সহিত এবং উপযুক্ত স্থান, কাল ও পাত্র বিবেচনা করে প্রয়োগ করতে ছাত্রদেরকে সাহায্য করা।
৭) ভক্তিশাস্ত্রে উল্লিখিত গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতি, সদাচার এবং বৈষ্ণব সংঘের নীতিগুলিকে প্রশংসা ও যথাযথভাবে প্রয়োগ করতে ছাত্রদের সাহায্য করা।
৮) ভক্তিশাস্ত্রে যে বৈষ্ণবীয় গুণাবলীগুলি ব্যক্ত করা হয়েছে, সেগুলিকে হৃদয়ঙ্গম করতে ছাত্রদের সাহায্য করা।
ভক্তিশাস্ত্রী এবং সুপরিকল্পিত অধ্যয়ন বিষয়ে শ্রীল প্রভুপাদ
আমি আমার প্রত্যেকটি শিষ্যকে অতি যত্নের সহিত এই দর্শনকে শিখতে অনুপ্রাণিত করতে ইচ্ছুক.... ১৯৭০ সালের জানুয়ারী মাসে আমরা এই গ্রন্থের উপর আমাদের সমস্ত ছাত্রদের জন্য একটি পরীক্ষা নিব এবং যারা এই
পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে ভক্তিশাস্ত্রী উপাধিতে ভূষিত করা হবে। এই পরীক্ষাগুলির দ্বারা আমি আমার প্রত্যেকটি শিষ্যকে অনুপ্রাণিত করতে ইচ্ছা করি যাতে তারা অতি যত্নের সহিত এই কৃষ্ণভাবনামৃতের দর্শনকে শিখে, কারণ পৃথিবীর প্রতিটি কোণায় এই দর্শনকে পৌঁছে দিতে বহু প্রচারকের প্রয়োজন।
জিজ্ঞাসা
এই কোর্সে আপনি কমপক্ষে যে বিষয়গুলো পাবেন
ভক্তিজীবনের ব্যবহারিক দিকগুলোতে নিজের অবস্থানের প্রকৃত মূল্যায়ন।
অবস্থান মূল্যায়নের পর তার উন্নতিকরনের প্রয়োজনীয়তা সম্পর্কে অনুধাবন।
অবস্থার উন্নতিকরনে প্রয়োজনীয় যুগোপযোগী সমাধান।
গুরুত্বপূর্ন শাস্ত্রসিদ্ধান্ত সমুহের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে যথাযথ দিক নির্দেশনা লাভ।
ভক্তিশাস্ত্রী কোর্সের বিষয়ে বিশদে জানতে
এখনই আমাদের সাথে যোগাযোগ করুন
শ্রীপাদ রাজরাজেশ্বর দাস
+91 8481997714
অনুত্তম নিতাইচাঁদ দাস
+91 7003350498
কোন মন্তব্য নেই