শ্রীমদ্ভাগবতের উপক্রমণিকা - শ্রীমদ্ভাগবত
ওঁ নমো ভগবতে বাসুদেবায়।
ওঁ নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্ ।
দেবীং সরস্বতীঞ্চৈব ততো জয় মুদীরয়েৎ ॥
বেদে রামায়ণেচৈব পুরাণে ভাগবতে তথা।
আদি মধ্যাবসানেতু হরিঃ সর্ব্বত্র গীয়তে ॥
(হরিবোল)
বর্তমান আসরে ভাগবতের কথা সম্বন্ধে কিছু আলোচনা। অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত এই ভাগবত সকল পুরাণের মুকুটমনি। তাই সুতমুনি বলেন-
নিম্নগানাং যথা গঙ্গা দেবানামচ্যুত যথা।
বৈষ্ণবানাং যথা শম্ভুঃ পুরাণানামিদং তথা ॥
ক্ষেত্রানাঞ্চৈব সর্ব্বেষাং যথা কাশী হ্যনুত্তমা।
তথা পুরাণ ব্রাতানাং শ্রীমদ্ ভাগবত দ্বিজাঃ ॥
(ভাগত-১২।১৩।১৬-১৭)
সুতমুনি বলিলেন হে দ্বিজগণ ! নদীসমূহের মধ্যে যেমন গঙ্গা, দেবতাদিগে মধ্যে যেমন অচ্যুত এবং বৈষ্ণবগণের মধ্যে যেমন শম্ভু শ্রেষ্ঠ, পুরাণ সমূহের মধ্যে সেইরূপ ভাগবত শ্রেষ্ঠ। সমস্ত তীর্থক্ষেত্রের মধ্যে যেমন কাশী সর্বোত্তম, পুরাণ সমূহের মধ্যে ভাগবতও তেমনি সর্ব্বোত্তম।
কোন মন্তব্য নেই