শ্রী শ্রী বৃন্দাবনবিহারীজী স্তোত্ররত্নাঞ্জলী




 প্রাতঃ স্মরামি ভবভীতিমহার্তি শান্ত্যৈ নারায়ণং গরুড়বাহনমব্জনাভম্ ।

          গ্রাহাভিভূতবরবারণমুক্তিহেতুং চক্রায়ূধং তরুণবারিজপত্রনেত্রম্ \১\


          প্রাতর্নমামি মনসা বচসা চ মূর্ধ্না পাদারবিন্দযুগলং পরমস্য পুংসঃ।

           নারায়ণস্য নরকার্ণবতারণস্য পারায়ণপ্রবণবিপ্রপরায়ণস্য \২\


         প্রাতর্ভজামি ভজতামভয়স্করং তং প্রাক্সর্বজন্মকৃতপাপভয়াপহত্যৈ।

         যো গ্রাহবক্ত্রপতিতাঙঘ্রিগজেন্দ্রঘোর শোকপ্রণাশনকরোধৃত শঙ্খচক্রঃ \৩\


                                                                       - ইতি শ্রীবিষ্ণোঃ প্রাতঃস্মরণম্ ।



বঙ্গানুবাদ

   গরুড়বাহন, কমলনাভ, গ্রাহগ্রসিত গজেন্দ্রের মুক্তির কারণ, সুদর্শন চক্রধারী, নববিকশিত কমলের ন্যায় নয়নবিশিষ্ট শ্রীনারায়ণকে ভব ভয়রূপ মহাদুঃখে শান্তির জন্য আমি প্রাতঃকালে স্মরণ করি \১\


  বেদাদির স্বাধ্যায়কারী বিপ্রগণের পরম আশ্রয়, নরকরূপ সংসার সমুদ্র থেকে উদ্ধারকারী, সেই পরমপুরুষের চরণযুগলে নত মস্তকে কায়-মন-বাক্যে প্রতিদিন প্রাতঃকালে আমি প্রণাম করি \২\


   যিনি শঙ্খ-চক্র ধারণ করে গ্রাহের মুখে পতিত ঘোর সঙ্কট থেকে উদ্ধার করেছিলেন, ভক্তদের অভয় প্রদানকারী সেই ভগবানকে আমি আমার পূর্বজন্মের সর্বপাপ নাশ করার জন্য প্রাতঃকালে ভজনা করি \৩\

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.